বামফ্রন্ট মন্ত্রীসভায় তিনি ছিলেন ভূমি রাজস্ব মন্ত্রী। পরে দল বিরোধী কার্যকলাপের অভিযোগে তাঁকে বহিষ্কার করেছিল সিপিএম। এদিকে, আসন্ন বিধানসভা নির্বাচনে সেই আব্দুর রেজ্জাক মোল্লাকে প্রার্থী হিসাবে সমর্থন দেওয়ার জন্য উঠে-পড়ে লেগেছে সেই সিপিএম এবং তৃণমূল কংগ্রেসও।
যে ক্যানিং(পূর্ব) কেন্দ্র থেকে সাত-সাত বার বিধায়ক নির্বাচিত হয়ে এসেছেন রেজ্জাক, সেখানেই তিনি নির্দলীয় প্রার্থী হিসাবে দাঁড়ালে সমর্থনের প্রস্তাব দিয়েছে সিপিএম।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেস চায় রেজ্জাক তাদের সমর্থনে নির্দলীয় প্রার্থী হয়ে দাঁড়ান ভাঙড় কেন্দ্র থেকে।
ক্যানিং তাঁর পুরানো কেন্দ্র হলেও সেখানে এবার শক্ত লড়াই হবে। অন্যদিকে, তৃণমূলের সমর্থন নিয়ে ভাঙড়ে দাঁড়ালে জিতে আসা সহজ তো হবেই, ফের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়লে রেজ্জাকের মন্ত্রী হওয়ারও সম্ভাবনা। তবে তিনি এখনও ঠিক করেননি কার সমর্থন নেবেন।
কিন্তু রেজ্জাককে নিয়ে তৃণমূল আর কংগ্রেসের মধ্যে এই টানা-হ্যাঁচড়া কেন? রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রেজ্জাকের মত গুরুত্বপূর্ণ সংখ্যালঘু নেতাকে সঙ্গে রাখলে সংখ্যালঘুদের মধ্যে ভাবমূর্তি উজ্জ্বল হবে, এটাই নেতাদের আশা। কলকাতা থেকে গৌতম গুপ্ত।