ভারতের কলকাতায় জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমশই কমছে। ২০০১ থেকে ২০১১ সালের মধ্যে এই হার অস্বাভাবিক ভাবে কমে গিয়ে হয়েছে ছয় দশমিক আট সাত শতাংশ।
১৯৫১ সালের পরবর্তী দশকগুলির মধ্যে এই প্রথম কলকাতায় জনসংখ্যা বৃদ্ধির হার দশ শতাংশের কম হয়েছে।
জনগননার হিসাব থেকে কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রক যে তথ্য দিয়েছে তাতে দেখা যাচ্ছে দিল্লী ও মুম্বাইয়ের জনসংখ্যা বৃদ্ধির হারও ঐ দশ বছরে কমেছে। কিন্তু কলকাতার মতো তা নয়।
কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রকের আধিকারিকরা প্রাথমিক ভাবে মনে করছেন, প্রথমত অবশ্যই শহরে বাড়ি ফ্ল্যাটের দাম অত্যাধিক বেড়ে যাওয়া। দ্বিতীয়ত, এই শহর গুলি যতটা বাড়া সম্ভব সেটা হয়ে গিয়েছে। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।