অ্যাকসেসিবিলিটি লিংক

কলকাতার একশো জন ছাত্রীকে বিশেষ ইংরেজী শেখাবে যুক্তরাষ্ট্র উপদূতাবাস


কলকাতার একশো ছাত্রীকে বিশেষ ইংরেজীর পাঠ দেবে কলকাতাস্থ যুক্তরাষ্ট্র উপদূতাবাস এবং তাদের সঙ্গে যৌথ ভাবে কাজ করবে একটি বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা- বিক্রমশীলা।

ইতোমধ্যেই কলকাতার আমেরিকান সেন্টারে এই কর্মসূচীর আনুষ্ঠানিক সূচনাও হয়েছে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রীরা এই কর্মসূচীতে যোগদান করেন।

স্বেচ্ছাসেবী সংস্থার তরফে জানানো হয়েছে, মূলত বাংলা মাধ্যমের ছাত্রীদের জন্য এই প্রকল্প। এই কর্মসূচীতে প্রথমে ১৫০০ ছাত্রীর পরীক্ষা নেওয়া হয়েছিল। তাদের মধ্যে প্রথমে ৪০০ জনকে বাছা হয় এবং তারপর সেখান থেকে ১০০ জনকে চূড়ান্ত পর্বের জন্য বাছাই করা হয়েছে। জানা গেছে আগামী ২১ দিন ধরে চলবে এই প্রশিক্ষন শিবির।

কেন এই কর্মসূচীর উদ্যোগ সে প্রসঙ্গে কলকাতা যুক্তরাষ্ট্র উপদূতাবাসের অ্যাসিষ্ট্যান্ট পাবলিক অ্যাফের্য়াস অফিসার গ্রেগ পারদো বলেছেন, এতে ইংরেজী ভাষী মানুষের সঙ্গে এই ছাত্রীদের কথা বলার ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায় রিপোর্ট পাঠিয়েছেন।

XS
SM
MD
LG