অ্যাকসেসিবিলিটি লিংক

হ্যালো ওয়াশিংটন : মধ্যপ্রাচ্য সংকট সমাধানের সম্ভাবনা


আমরা জানি যে মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশই এখন প্রায় এক ধরণের অভিন্ন সংকটের সম্মুখীন। সেখানে বেশ কিছু দেশের অভ্যন্তরীণ সমস্যা রয়েছে ক্ষমতাসীন সরকারগুলোর বিরুদ্ধে , বিভাজন রয়েছে নানান ধরণের , সশস্ত্র লড়াই ও চলছে বেশ কিছু দেশে । এর পাশাপাশি শান্তির উদ্যাগ নিচ্ছে জাতিসংঘ এবং অন্যান্য দেশও। সম্প্রতি সিরিয়ার সরকার ও বিরোধী পক্ষের মধ্যে আলোচনার সম্ভাবনায় সম্মতি পাওয়া গেছে সংশ্লিষ্ট পক্ষগুলোর, লিবিয়ায় দুটি সরকার , একত্রিত হবার ব্যাপারেও আলোচনা করেছে , ইয়েমেনেও সে রকম সম্ভাবনা রয়েছে। কিন্তু পাশপাশি উগ্রবাদের যে উত্থান ঘটেছে গোটা অঞ্চল জুড়ে , ইরাক ও সিরিয়ার সার্বভৌমত্ব যে ভাব খর্ব হয়েছে ইসলামিক স্টেটের জঙ্গিদের হাতে সেটা একটা বড় আশংকার কারণ । অনেকেই বলতে শুরু করেছেন যে বহুল আলোচিত আরব বসন্তে কাঙ্খিত গণতন্ত্রের ফুল তো ফোটেই নি , বরঞ্চ ফল ফলেছে বিপরীতটা। এ সব নিয়েই আমাদের শ্রোতাদের প্রশ্নের জবাব দেবেন প্যানেল সদস্যরা ।

আজ আপনাদের জিজ্ঞাসার জবাব দেয়ার জন্য টেলিসম্মিলনী লাইনে ঢাকা থেকে যোগ দিয়েছেন চিন্তক গোষ্ঠি বাংলাদেশ ইন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সঙ্গ সম্পৃক্ত , নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমোডর ইশফাক ইলাহি চৌধুরী , রয়েছেন কোলকাতা থেকে বিশিষ্ট সাংবাদিক বিশ্লেষক . দ্য স্টেটসম্যান পত্রিকার সাবেক সম্পাদক শ্রী মানস ঘোষ এবং এখানে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড থেকে যোগ দিয়েছেন আমেরিকান পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের সিকিউরাটি এন্ড গ্লোবাল স্টাডিজ বিভাগের অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি ড সাঈদ ইফতিখার আহমেদ

please wait

No media source currently available

0:00 0:45:12 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG