অ্যাকসেসিবিলিটি লিংক

ক্যাম্বোডিয়ার এক রাজনৈতিক সক্রিয় কর্মী কেম লেইকে গুলি করে হত্যা করা হয়য়।


Cambodians shout slogans outside a shopping mall where prominent political analyst Kem Ley was shot dead in Phnom Penh, Cambodia, July 10, 2016.
Cambodians shout slogans outside a shopping mall where prominent political analyst Kem Ley was shot dead in Phnom Penh, Cambodia, July 10, 2016.

রবিবার নম পেনে ক্যাম্বোডিয়ার এক রাজনৈতিক সক্রিয় কর্মী ও ভাষ্যকার কেম লেইকে গুলি করে হত্যা করা হয়। একটা পেট্রল পাম্পের স্টেশনে কফির দোকানে, দিনের আলোয় তিনি বসে ছিলেন যখন তাকে হত্যা করা হয়।

জনপ্রিয় ওই রাজনীতিক, সরকারের সমালোচনা করতেন এবং তৃণমূল গণতন্ত্র দলের প্রতিষ্ঠাতা ছিলেন। তার হত্যাকান্ডে প্রধানমন্ত্রী হুন সেনের সরকারের বিরুদ্ধে জনগনের ক্ষোভ বেড়ে যায়। বিপুল সংখ্যক প্রতিবাদকারী ঘটনাস্থলে বিক্ষোভ করে। সমবেত জনগন মনে করছে যে আগামী বছর নির্বচনের আগে সরকার বিরোধী রাজনীতিক এবং সুশিল সমাজের প্রতি সরকার ভীতি প্রদর্শন করছে এবং তারই সর্ব সাম্প্রতিকতম ঘটনা এটি ।

এক প্রত্যক্ষদর্শী বলেছে লেই যে দোকানে বসে কফি খাচ্ছিলেন, দুই ব্যক্তি সেখানে ঢুকে খুব কাছ থেকে তার মাথায় বার বার গুলি চালায়। ওই প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের তার পরিচয় গোপন রাখতে বলেছেন।

জাতীয় পুলিশ বিভাগের মুখপাত্র . Kirt Chantarith বলেছেন সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হযেছে। তিনি পুলিশকে বলেছেন তিনি একটা ঋণের ব্যাপারে লেইকে গুলি করেছেন। চান্টারিথ সন্দেভাজনের নাম প্রকাশ করেননি।

XS
SM
MD
LG