অ্যাকসেসিবিলিটি লিংক

যুদ্ধাপরাধিদের বিচার ট্রাইবিউনাল, চার জন সাবেক খেমাররুজ সদস্যের বিচার করছে


যুদ্ধাপরাধিদের বিচার ট্রাইবিউনাল, চার জন সাবেক খেমাররুজ সদস্যের বিচার করছে
যুদ্ধাপরাধিদের বিচার ট্রাইবিউনাল, চার জন সাবেক খেমাররুজ সদস্যের বিচার করছে

ক্যামবোডিয়ায় জাতিসংঘ সমর্থিত যুদ্ধাপরাধিদের বিচার ট্রাইবিউনাল, চার জন সাবেক খেমাররুজ সদস্যকে, নিষ্ঠুর খেমাররুজ শাসনামলের সময় অপরাধের অভিযোগে বিচার করছে।

ট্রাইবিউনালের তদন্তকারি বিচারক ইউ বোয়েনলেং আজ খেমাররুজের প্রধান তাত্বিক নুন চিয়া, সাবেক রাষ্ট্রপ্রধান খিও সামপন , সাবেক পররাষ্ট্র মন্ত্রী ইয়েং থিরেট এবং তার স্ত্রী সাবেক সমাজকল্যান মন্ত্রী ইয়েং সারি’র বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচারের ঘোষনা দিয়েছেন।

এই চারজনের বিরুদ্ধে নির্যাতন এবং হত্যা সহ, মানবতা, গনহত্যা এবং যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে। আগামী বছর কোন এক সময় এদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে, ২০০৬ সালে ট্রাইবিউনাল গঠনের পর এটা হবে দ্বিতীয় মামলা।

এই আদালত প্রথম সাবেক খেমাররুজ সদস্য কাইং গুয়েক ইভ এর বিচার করেছিল, যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের জন্যে তাকে শাস্তি দেওয়া হয়।

XS
SM
MD
LG