অ্যাকসেসিবিলিটি লিংক

গৃহবন্দী থেকে মুক্তি পেয়েছেন কেম সোখা


রবিবার ক্যামবোডিয়া বিরোধী নেতা কেম সোখাকে গৃহবন্দী থেকে মুক্তি দিয়েছে। গত দুই বছর ধরে বিশ্বাসঘাতকতার অভিযোগে তিনি গৃহবন্দী ছিলেন। আদালত জানিয়েছে রাজনীতি থেকে সোখাকে নিষিদ্ধ করা হয়েছে এবং তিনি দেশ ত্যাগ করতে পারবেন না।

ক্যামবোডিয়ার নির্বাসিত বিরোধী নেতা স্যাম রেইন্সি মালয়েশিয়াতে পৌছনোর পরদিন কেম সোখাকে মুক্তি দেয়া হলো। ক্যামবোডিয়াতে ফিরে যাবার জন্য রেইন্সি এখন মালয়েশিয়াতে অবস্থান করছেন। তবে রেইন্সিকে ক্যামবোডিয়াতে প্রবেশের অনুমতি দেয়া হবে কিনা তা জানা যায়নি।

XS
SM
MD
LG