অ্যাকসেসিবিলিটি লিংক

ক্যামেরুনে স্কুলে হামলা বৃদ্ধিতে ছাত্র শিক্ষক সবাই আতংকিত 


ফাইল ছবি// ক্যামেরুনের কুম্বায় বন্দুকধারীদের গুলিতে অন্তত ৬টি শিশুর মৃত্যু হলে, স্কুলের ছাত্রছাত্রী, অবিভাবক এবং শিক্ষকেরা প্রতিবাদ জানাচ্ছেন, ২৫শে অক্টোবর, ২০২০/রয়টার্স
ফাইল ছবি// ক্যামেরুনের কুম্বায় বন্দুকধারীদের গুলিতে অন্তত ৬টি শিশুর মৃত্যু হলে, স্কুলের ছাত্রছাত্রী, অবিভাবক এবং শিক্ষকেরা প্রতিবাদ জানাচ্ছেন, ২৫শে অক্টোবর, ২০২০/রয়টার্স

ক্যামেরুনের কর্মকর্তারা জানান, এ সপ্তাহে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীরা একটি স্কুলে হামলা চালিয়ে ৪জন ছাত্র ও ১জন শিক্ষককে হত্যা করলে, শত শত শিক্ষক ও ছাত্রছাত্রী স্কুলে যেতে ভয় পাচ্ছেন।

ক্যামেরুনের মাধ্যমিক শিক্ষা মন্ত্রক শুক্রবার এক বিবৃতিতে জানায়, হামলার পর ইংরেজি ভাষী পশ্চিমি শহর, একোন্দো তিটির শতাধিক ছাত্রছাত্রী ও শিক্ষক আর স্কুলে যান নিI

ছাত্রছাত্রীদের পিতামাতাদের মধ্যে একজন, উনচল্লিশ বছর বয়সী ড্রাইভার হামফ্রে নোগুম তার বাচ্চাদের একোন্দো তিটি'র স্কুল থেকে প্রত্যাহার করে নিয়েছেনI নোগুম জানান তিনি পশ্চিমাঞ্চলীয় এলাকারইংরেজি ভাষী স্কুলে নিরাপত্তাহীনতার কারণে দুআলাতে অবস্থিত ফরাসি ভাষী বাণিজ্যিক শহরের স্কুলে তার ছেলেকে স্থানান্তর করছেনI

নোগুম বলেন, “বুইয়া বিশ্ববিদ্যালয়ে বোমা বিস্ফোরণের সময় ছাত্রছাত্রীরা সেখানে ছিল এবং বামেন্দাতে দিকভ্রষ্ট একটি গুলিতে স্কুল ফেরত একটি ছাত্রের মৃত্যু হয়েছে, তাই জনগণকে সতর্ক থাকতে হবে”I তিনি বলেন " বাস্তবিকই উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিমের স্কুলগুলোতে লেখাপড়া বিপদজ্জনক হয়ে উঠেছেI তাই আমরা দেখছি অরক্ষিত এলাকার স্কুল থেকে ছাত্রছাত্রীরা পার্শ্ববর্তী বাফুসাম এবং দুআলাতে চলে আসছে"I

দুআলা থেকে টেলিফোন মারফত নোগুম জানান, ২০১৮ সালে তিনি তার নিজস্ব শহর একোন্দো তিটিতে বিচ্ছিন্নতাবাদী ও সরকারি সেনাদের মধ্যেকার লড়াই থেকে পালাতে সমর্থ হয়েছিলেনI সরকার থেকে তাদের নিরাপত্তা এবং স্কুল খোলার প্রতিশ্রুতি দেয়া হলে সেপ্টেম্বর মাসে তিনি একোন্দো তিটিতে ফিরে আসেনI পশ্চিমাঞ্চলীয় ইংরেজি ভাষী এলাকায় বিচ্ছিন্নতাবাদী যোদ্ধারা স্কুল বন্ধ করে দিয়েছিলোI

XS
SM
MD
LG