অ্যাকসেসিবিলিটি লিংক

ক্যামেরুন সরকারের ডাকে ঘরে ফিরছেন গৃহহীন জনগণ 


ক্যামেরুন সরকার, দেশের উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইররেজি ভাষী অঞ্চলের পুনর্গঠন ও উন্নয়নের যে কর্মসূচি নিয়েছে, বাস্ত্যুচ্যুত জনগণ তাতে সাড়া দিতে শুরু করেছেন I গৃহহীন, শত শত জনগণ, নুতন বছরকে সামনে রেখে সরকারের ডাকে সাড়া দিয়ে, তাদের ঘরবাড়িতে ফিরতে শুরু করেছেন I ক্যামেরুনে ফরাসি ভাষী ও ইংরেজি ভাষীদের সংঘাত, এখন চতুর্থ বছরে পড়েছে I

মানবাধিকার গ্রূপ, চার্চ ও স্থানীয় কাউন্সিলের সদস্যরা পালিয়ে যাওয়া লোকজনদের খাদ্য ও জরুরি সহায়তা দিয়ে স্বাগত জানান I

ইংরেজি ভাষী শহর, 'মামফে'র মেয়র, রোবার্টসন আশু বলেন, গ্রামাঞ্চলে শান্তি ফিরে আসায়, ক্যামেরুন সরকার, সংঘাতের কারণে পালিয়ে যাওয়া লোকজনদের ঘরে ফিরতে আশ্বস্ত করছেন, যাদের বেশির ভাগই, পার্শ্ববর্তী নাইজেরিয়াতে আশ্রয় নিয়েছিলেন I

XS
SM
MD
LG