অ্যাকসেসিবিলিটি লিংক

ক্যানাডা কিয়োটো প্রোটোকোল থেকে নিজেকেপ্রত্যাহার করেছে ।


ক্যানাডা কিয়োটো প্রোটোকোল থেকে নিজেকেপ্রত্যাহার করেছে ।
ক্যানাডা কিয়োটো প্রোটোকোল থেকে নিজেকেপ্রত্যাহার করেছে ।

ক্যানাডা নিজেকে কিয়োটো প্রটোকোল থেকে সরিয়ে নেওয়ায় চীন ক্যানাডার বিরূপ সমালোচনা করেছে – বলেছে , জলবায়ু পরিবর্তন প্রতিরোধে আন্তর্জাতিক উদ্যোগ প্রয়াসের সঙ্গে সাংঘর্ষিক ক্যানাডার এ পদক্ষেপ ।

ঐ প্রটোকোল থেকে নিজেকে প্রত্যাহার করলো সোমবার ক্যানাডাই প্রথম দেশ । ক্যনাডা বলে –ঐ রফা ক্যনাডার স্বার্থ সিদ্ধ করেনা এবং বৈশ্বিক জলবায়ু সংকটেরও নিস্পত্তিতে চুক্তি কোনো মদত দেবেনা ।

চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র লিউ ওয়াইমিন ক্যানাডার এহেন পদক্ষেপকে দূ:খজনক অভিহিত করে বলেন – এর পরিনামের দায় ক্যানাডাকেই বহন করতে হবে ।

কিয়োটো প্রটোকোল সই হয়েছিলো ১৯ শ’ ৯৭ সালে । ২ হাজার ১২ সালের মধ্যে ও চুক্তির আওতায় শিল্প সমৃদ্ধ দেশগুলোকে গ্রীনহাউস গ্যাসের উদ্গীরন হ্রাসের ব্যাপারে দায়বদ্ধ থাকবার করা বলা হয় । তবে , ঐ গ্যাস উদ্গীরন প্রশ্নে চীন ও ভারতের মতো উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে চুক্তিতে আইনী কোনো বাধ্যবাধকতা নেই ।

বিশ্বের সবচেয়ে বেশি কার্বন উদ্গীরনকারি দেশ হলো চীন । চীন বারবারই জোর দিয়ে বলে এসেছে মানমাত্রা রক্ষা নিয়ে তাকে শিল্প সমৃদ্ধে দেশগুলোর সঙ্গে এক কাতারে দাঁড় করানো সঙ্গত নয় ।

XS
SM
MD
LG