অ্যাকসেসিবিলিটি লিংক

নির্বাচনের আগের দিনও কর্মমুখর দুই প্রার্থী 


যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগের দিন, সোমবার, প্রেসিডেন্ট ট্রাম্প ও জো বাইডেন, উভয়েই ব্যস্ত দিন কাটাবেনI প্রেসিডেন্ট ট্রাম্প, উত্তর কারোলাইনার ফায়েতভিলে'র আঞ্চলিক বিমানবন্দরে এক সমাবেশে ভাষণ দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেনI তারপর, দুপুর দুটো নাগাদ, পেনসিলভেনিয়ার একটি জনসভায় ভাষণ দেবেনI বিকেল ৫টায়,মিশিগান রাজ্যের ট্রাভের্স সিটিতে প্রচারণায় অংশ নেবেনI রাত আটটায়, কেনোসা আঞ্চলিক বিমান বন্দরে তাঁর সমাবেশে যোগ দেবার কথাএবং চূড়ান্ত ভাষণ দেবেন মিশিগান রাজ্যের গ্রান্ড রেপিডসয়ে রাত, সাড়ে ১০টায়I

অন্যদিকে জো বাইডেনের সমর্থনে, প্রাক্তন প্রেসিডেন্ট, বারাক ওবামা, আজ সোমবার ফ্লোরিডা এবং জর্জিয়ায় প্রচারণা চালাবেনI প্রাক্তন প্রেসিডেন্ট, ওবামা সাম্প্রতিক সপ্তাহগুলিতে ডেমোক্রাট দলীয় নির্বাচন প্রচারণায় বিশেষ সক্রিয় ভূমিকা রেখে চলেছেনI জর্জিয়া রাজ্যটি বিশেষ একটি রিপাবলিকান দলীয় রাজ্যI এই রাজ্যে জয়ী হতে,জো বাইডেনকে আটলান্টা এলাকার কৃষ্ণাঙ্গ ও শহরতলীর শেতাঙ্গদের ভোট বেশি কোরে পেতে হবেI

এছাড়াও জো বাইডেন, তাঁর স্ত্রী, জিল বাইডেন, ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী, কমলা হারিস পশ্চিমাঞ্চলীয় পেনসিলভানিয়ায় প্রচারণায় অংশ নেবেনI সন্ধ্যায় পেনসিলভেনিয়ার বিভার কাউন্টিতে জো বাইডেনের প্রচারণায় অংশ নিচ্ছেন, বিশ্ব নন্দিত সংগীত তারকা, লেডি গাগাI

XS
SM
MD
LG