অ্যাকসেসিবিলিটি লিংক

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বেসামরিক মানুষ ও শান্তিরক্ষীরা নিহত হয়


RCA : deux journalistes libérés à Bangui
RCA : deux journalistes libérés à Bangui

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র (কার)এর প্রত্যন্ত শহর বাঙ্গাসুতে সাম্প্রতিক দিনগুলোতে মুসলমানদের লক্ষ্য করে সশস্ত্র মিলিশিয়া বাহিনীর সেনারা হামলা চালায় এবং আক্রমণে ৩০জন বেসামরিক মানুষ এবং জাতি সংঘের ৬ জন শান্তিরক্ষী নিহত হয়।

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘের Multidimensional Integrated Stabilization Mission বা MINUSCA থেকে বলা হয় যে তারা বাঙ্গাসুতে আরও শান্তিরক্ষী পাঠাচ্ছে। তারা বলেছে ছিন্নমূল বেসামরিক লোকজন একটি মসজিদ, একটি ক্যাথলিক গীর্জা এবং Doctors Without Borders এর হাসপাতালে আশ্রহ নিচ্ছে।

MINUSCA র প্রধান Parfait Onanga-Anyanga Reuters সংবাদ সংস্থাকে বলেছেন সেখানকার পরিস্থিতি খুবই খারাপ এবং তারা বাঙ্গাসুর নিয়ন্ত্রণ দ্রুত নেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছে।

XS
SM
MD
LG