অ্যাকসেসিবিলিটি লিংক

সেন্ট্রাল আফ্রিকান প্রজাতন্ত্র বিমানবন্দরে আইডিপি শিবির বন্ধ করে দেবে


FILE - A woman carries her child in a camp sheltering internally displaced people next to the M'Poko international airport, February 13, 2016.
FILE - A woman carries her child in a camp sheltering internally displaced people next to the M'Poko international airport, February 13, 2016.

সেন্ট্রাল আফ্রিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট গত সপ্তাহে ঘোষণা করেন যে তিনি রাজধানীতে আন্তর্জাতিক বিমানবন্দরে যে IDP শিবির আছে তা বন্ধ করে দেবেন। সরকার, আনুমানিক হিসেব অনুযায়ী ২৮ হাজার বাস্তুহারা Bangui বাসিন্দাকে বড়দিনের জন্য ঘরে ফেরত পাঠাবে।

ফিলিপে গিয়ানান্দজি, M’poko শিবিরে প্রায় তিন বছর ধরে আছেন। ২০১৩ সালে মুসলিম ও খ্রিষ্টান মিলিশিয়াদের মধ্যে লড়াইয়ের সময় তারা পালিয়ে সেখানে যান। ফরাসী সেনারা ও জাতি সংঘের শান্তি রক্ষি বাহিনী বিমানবন্দরে ওই শিবিরের নিরাপত্তা নিশ্চিত করে।

গিয়ানান্দজি বলেছেন শিবির ত্যাগ করার বিষযে তিনি তেমন উদ্বিগ্ন নন। কিন্তু অন্যান্যরা খুবই উদ্বিগ্ন এমন কি আতঙ্কিত নিজ ঘরে ফিরে যেতে।

XS
SM
MD
LG