অ্যাকসেসিবিলিটি লিংক

তুরস্কে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১১জন পুলিশ কর্মকর্তা নিহত


তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলের সিজর শহরে শুক্রবার একটি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১১জন পুলিশ কর্মকর্তা নিহত হন। হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন ঐ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন।

স্থানীয় সংবাদ মাধ্যমের ভিডিওতে বিস্ফোরণের পর ঘন ধোঁয়ার কুন্ডুলী আকাশে ছড়িয়ে পড়তে দেখা যায়। মনে করা হচ্ছে স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ছ’টা নাগাদ পুলিশ চৌকিতে ঐ হামলা হয়। তুরস্ক কর্তৃপক্ষ ঐ ঘটনার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। প্রধান মন্ত্রী ইস্তানবুলে এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা আক্রমণকারীদের সমুচিত শিক্ষা দেব এবং সেটাই তাদের প্রাপ্য। কোন সন্ত্রাসী সংগঠনই তুরস্ককে জিম্মি করে রাখতে পারবে না।

কশিরনক প্রদেশের সিজর শহরটি সিরিয়া ও ইরাক সীমান্তের কাছে অবস্থিত। যেখানে বেশির ভাগ কুর্দি জনগণ বাস করেন।

পিকেকে বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেছে।

XS
SM
MD
LG