সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে অবস্থিত প্রেসিডেন্টের বাসভবন সংলগ্ন রাস্তার কোনায় একটি গাড়ি বোমা বিস্ফোরিত হলে, শনিবার অন্তত ৮জন নিহত ও আরও ১১জন আহত হয়েছেনI
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরকভর্তি গাড়িটিকে নিরাপত্তা পরীক্ষার জন্য এলগাব রাস্তা মোড়ে থামানো হলে, তাতে বিস্ফোরণ ঘটানো হয় I প্রত্যক্ষদর্শীরা আরো জানান বোমা বিস্ফোরণে নিকটস্থ দাঁড়ানো বহুগাড়ি ক্ষতিগ্রস্ত হয়I
সোমালি পুলিশের মুখপাত্র মেজর মোহাম্মদ হাসান, ভয়েস অব আমেরিকাকে জানান, বিস্ফোরণে একজন পুলিশ অফিসারসহ ৮জনের মৃত্যু হয়েছেI
জঙ্গি গোষ্ঠী, আল শাবাব এই হামলার দায়স্বীকার করে জানিয়েছে যে, তারা প্রেসিডেন্ট ভবনের মূল নিরাপত্তা চৌকিটি লক্ষ্য করেই আক্রমণ চালিয়েছিল।গোষ্ঠিটি জানায়, “হামলা চালানোর সময় কমান্ডার ও সরকারি কর্মকর্তরা ওই স্থানে উপস্থিত ছিলেন”।
সোমালি সরকারের মুখপাত্র, মোহামেদ ইব্রাহিম মোয়ালীমু ফেইসবুক পেইজে এক বার্তায় বলেন হামলায় নিহতদের মধ্যে একজন হচ্ছেন প্রধানমন্ত্রীর দপ্তরের একজন কর্মচারী হিবাক আবুকার।
বিস্ফোরণের পর অ্যাম্বুলেন্স ও রেড ক্রিসেন্ট কর্মীদের ওই স্থানে ছুটে আসতে দেখা যায় I শুক্রবারও , একজন আত্মঘাতী বোমা হামলাকারী ব্যস্ত সড়কে হামলা চালিয়েছিল।
শুক্রবার, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর মধ্যকার সমস্যা সমাধানের লক্ষ্যেমীমাংসা আলোচনা ব্যর্থ হলে, সোমালিয়ার রাজনৈতিক সঙ্কট ঘনীভূত হয়I আঞ্চলিক বিশেষজ্ঞরা হুঁশিয়ার করে দিয়েছেন, যে নেতাদের ক্ষমতার দ্বন্দ্ব অব্যাহত থাকলে, দেশটিতে গৃহযুদ্ধ দেখা দিতে পারে এবং তাতে নির্বাচনের সময়সূচী বিলম্বিত হবেI