অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল সফরে গেছেন, ইসরায়েল ৫০টি জঙ্গী বিমান ক্রয় করবে


Secretary of Defense Ash Carter observes an honor guard with Israeli Defense Minister Avigdor Lieberman in Tel Aviv, Israel, Dec. 12, 2016. (DOD photo by U.S. Air Force Tech. Sgt. Brigitte N. Brantley)
Secretary of Defense Ash Carter observes an honor guard with Israeli Defense Minister Avigdor Lieberman in Tel Aviv, Israel, Dec. 12, 2016. (DOD photo by U.S. Air Force Tech. Sgt. Brigitte N. Brantley)

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশ কার্টার সোমবার ইসরায়েল সফরে যান। যুক্তরাষ্ট্রের একটি কম্পানি লাকিড মার্টিনের নির্মিত পরবর্তী প্রজন্মের দুটি F-35 জঙ্গী বিমান সেখানে পৌছে গেছে এবং তা উদযাপনের জন্যই তিনি সেখানে গেছেন।

কয়েকটি দেশ যারা ওই জঙ্গী জেটের অর্ডার দিয়েছে ইসরায়েল তাদের অন্যতম। তারা ৫০টি বিমান ক্রয় করবে।

ইসরায়েলী প্রতিরক্ষা মন্ত্রী আভিগডর লিবারম্যান, কার্টার কে স্বাগত জানান টেল আভিভে এক বিমান ঘাটিতে।

XS
SM
MD
LG