কিউবার জনগন দেশের বিপ্লবী নেতা ফিডেল ক্যাস্ট্রোর মৃত্যুতে শোক প্রকাশ করছে। শনিার ক্যাস্ট্রোর মৃত্যুর কথা ঘোষণা করা হয়।
সারা দেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। কিউবায় পরলোকগত ক্যাস্ট্রোর স্মরণে বিভিন্ন শোক সভার আয়োজন করা হচ্ছে।
সমাজতান্ত্রিক বিপ্লবী নেতা যিনি দীর্ঘ দিন ধরে অসুস্থ, ৯০ বছর বয়সে শুক্রবার রাতে মারা যান। তার মৃত্যুর কারণ ঘোষণা করা হয়নি।
সোমবার থেকে শোক স্মরণ সভাগুলো অনুষ্ঠিত হবে। কিউবার নাগরিকরা হাভানার ঐতিহাসিক বিপ্লব চত্বরে সমবেত হবে। সেখানে ক্যাস্ট্রো প্রায়ই তাঁর গুনমুগ্ধ জনগনের সামনে ভাষণ দিতেন।
৪ঠা ডিসেম্বর ফিডেল ক্যাস্ট্রোর মরদেহ সমাধিস্ত করা হবে।