অ্যাকসেসিবিলিটি লিংক

ফিডেল ক্যাস্ট্রোকে বিদায় দেওয়ার জন্য, কিউবায় সপ্তাহ ব্যাপী শোক স্মরণ সভার অনুষ্ঠান শুরু হয়েছে


Fidel Castro tribute
Fidel Castro tribute

কিউবার হাভানায় বিশ্ব বিখ্যাত বিপ্লব চত্বরে বিপুল সংখ্যক মানুষ সমবেত হচ্ছে। ফিডেল ক্যাস্ট্রোকে বিদায় দেওয়ার জন্য, সে দেশে সপ্তাহ ব্যাপী শোক স্মরণ সভার আয়োজন করা হয়েছে। দ্বীপ রাষ্ট্রের বিপ্লবী নেতা ক্যাস্ট্রোকে বহু মানুষ ভালবাসতেন আবার অনেকে অপছন্দ করতেন।

হোসে লুইস হেরেরা বলেন “যে ব্যক্তি আমাদের জন্য সব কিছু করেছেন, কার উপর তাঁর প্রভাব পড়বে না?” হোসে বলেন “তিনি ছিলেন আমার এবং আমার সন্তানদের পথপ্রদর্শক। তিনি আমার ঈশ্বর।”

ক্যাস্ট্রল বিরোধি গ্রুপ লেডিস ইন হোয়াইটের নেত্রী বের্টা সোলের বলেন “একজন মানুষের মৃত্যুতে আমরা খুশি নই। সৈরশাসকদের মৃত্যুতে আমরা খুশি।”

৯০ বছর বয়স্ক ক্যাস্ট্রো শুক্রবার মারা যান। তিনি দীর্ঘ দিন অসুস্থ ছিলেন। কি কারণে তিনি মারা গেছেন তা ঘোষণা করা হয়নি।

দ্বীপের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

৪ঠা ডিসেম্বর ফিডেল ক্যাস্ট্রোর মরদেহ সমাধিস্ত করা হবে।

XS
SM
MD
LG