অ্যাকসেসিবিলিটি লিংক

স্পেনের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার প্রচেষ্টার প্রতিবাদে ক্যাটালোনিয়ানরা বারসিলোনায় সমাবেশ করেছে


Spain Catalonia
Spain Catalonia

স্পেনের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য ক্যাটালন সরকার যে চাপ দিচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য ক্যাটালোনিয়ানরা বারসিলোনায় সমাবেশ করছে।

পুলিশ সূত্রে বলা হয প্রায় ৩ লক্ষ ৫০ হাজার মানুষ সমাবেশে যোগ দেয়। ওদিকে সংগঠকরা বলছেন ৯ লক্ষ মানুষ সমাবেশে উপস্থিত ছিল।

রবিবার এক প্রতিবাদকারী ফরাসী সংবাদ সংস্থাকে বলেছে “আমরা হয়ত দীর্ঘ সময় নীরব ছিলাম।”

গত সপ্তাহে ক্যাটালোনিয়ানরা ব্যাপক ভাবে গণভোটে স্বাধীনতার পক্ষে ভোট দেয়। মাদ্রিদ, গণভোটকে অবৈধ বলে বিবেচনা করে। গণভোটে ৯০ শতাংশ ভোটার স্পেনের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পক্ষে ভোট দেয়। যারা ভোট দিতে পারে তাদের অর্ধেকেরও কম ভোট দিয়েছে।

XS
SM
MD
LG