পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের ভোটের দিন ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী। আগামীকালই রাজ্যে আসছে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ২৫ তারিখের মধ্যে রাজ্যে আসবে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে থাকছে সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ। এছাড়াও থাকছে এসএসবি, আইটিবিপি।তবে কি দ্রুত ঘোষণা হতে নির্বাচনের নির্ঘণ্ট? তুঙ্গে জল্পনা। রাজ্যে ক’দফায় বিধানসভা নির্বাচন হবে?
১০০ শতাংশ বুথই কি থাকবে কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণে? সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। প্রসঙ্গত বলা যেতে পারে গত মাসে রাজ্যে এসেছিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। কমিশন সূত্রে জানা যায়, মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠকে ভারতের চিফ ইলেকশন কমিশনার সুনিল আরোরা জানিয়েছিলেন কীভাবে এবারের নির্বাচন সুষ্ঠু ও অবাধ করাতে হবে তা কমিশন জানে।