চ্যাডের সাবেক সৈর শাসক হিসেন হাব্রে দোষী সাব্যস্ত হয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ, ৮ বছরের শাসন আমলে তিনি নৃশংস তৎপরতা চালিয়েছেন। হাব্রেকে যাবদজীবন কারাদন্ড দেওয়া হয়েছে।
সোমবার সেনেগালে এক বিশেষ ট্রাইবিউনাল ওই রায় দেয়। ট্রাইবিউনাল হাব্রে কে, যুদ্ধ অপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত করে। বিশেষ কিছু অপরাধের মধ্যে অন্তর্ভুক্ত, অদালত যাকে বলছে “ব্যাপক ও সুসম্বদ্ধ ভাবে সংক্ষিপ্ত বিচার করা।”
অভিযোগ আছে যে হাব্রে, এক নারী বন্দীকে চার বার ধর্ষণ করেন।
১৯৮২ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত চ্যাডে শাসন আমলে হাব্রে হাজার হাজার রাজনৈতিক হত্যার জন্য দায়ী। চ্যাডের বর্তমান প্রেসিডেন্ট ইদ্রিস ডেবি, হাব্রের পতন ঘটানোর পর হাব্রে, সেনেগালে পালিয়ে যান।