অ্যাকসেসিবিলিটি লিংক

চিটফান্ড কেলেঙ্কারীর ঘটনায় ধৃত জেল থেকে ছাড়া পেলেন তৃনমূল কংগ্রেসের নেতা মদন মিত্র


দীর্ঘ টানা পোড়েনের পর অবশেষে রাজ্যের চিটফান্ড সংস্থা সারদার আর্থিক কেলেঙ্কারীর ঘটনায় ধৃত জেল থেকে ছাড়া পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃনমূল কংগ্রেসের প্রথম সারির নেতা মদন মিত্র। দীর্ঘ একুশ মাস জেলে থাকার পর অবশেষে জামিনে মুক্তি হল তাঁর। তাঁকে নিতে আজ সকালেই জেলে হাজির হন পরিবারের সদস্যরা। আলিপুর আদালত ভবানীপুর থানা এলাকায় থাকার নির্দেশ দিয়েছে। মদন মিত্রর বাড়ি কালীঘাট থানা এলাকায়। তাই আপাতত এলগিন রোডের একটি হোটেলের একটি ঘরে থাকছেন মদন মিত্র।সূত্রের খবর গতকালই তিরিশ লক্ষ টাকার সিকিউরিটি বন্ডে মদন মিত্রর জামিন মঞ্জুর করে আলিপুর জেলা ও দায়রা আদালত। আজ সকাল ছ টা বেজে তেতাল্লিশ মিনিট নাগাদ মুক্তি পান মদন মিত্র। এদিন জেল থেকে বেরিয়ে এক প্রতিক্রিয়া মদন মিত্র বলেন একুশ মাস জেল খেটে মানুষ যেমন থাকে, তেমনই আছি। মুক্তির পর মদন মিত্র আরো জানান মেনে চলব আদালতের নির্দেশ, সহযোগিতা করব সিবিআইয়ের সঙ্গে।এদিকে, মদন মিত্রর জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবে সিবিআই।

XS
SM
MD
LG