চীলেতে ৮ দশমিক দু’ই মাত্রার ভুমিকম্পে প্রাণ হানি হয়েছে কম হলেও ৬ ব্যক্তির এবং ভুমিকম্পের তোড়ে জলোচ্ছ্বাস দেখা দিয়ে যে সুনামীর উদ্ভব ঘটে তাতে করে দেশটির প্রশান্ত মহাসাগরবর্তী উপকূল থেকে লোকজনকে নিরাপদ দূরত্বে স্থানান্তরিত করা হচ্ছিলো – তবে এখন ঐ সূনামী হূঁশিয়ারী প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার রাতের ঐ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো চীলের উত্তর পশ্চিমাঞ্চলবর্তী উপকূল রেখার প্রায় এক শো কিলোমিটার দূরের সাগর তলদেশে।ঐ ভূমিকম্পের তোড়ে ভূমিধস দেখা দেয়- সড়ক-মহাসড়কে প্রতিবন্ধক খাড়া হয় – বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয় ব্যাপক-বিস্তৃতভাবে।
প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলেট জরুরী অবস্থা ঘোষনা করেন- গভীর রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষনে সকলকে তিনি শান্ত থাকার পরমর্শ দেন।বলেন – জানমালের সূরক্ষার প্রয়োজনিয় বন্দোবস্ত করা হচ্ছে।
ভূমিকম্পের ক ঘন্টা পরেই ঐ সূনামীতোড়ে চীলের উপকূলভাবে প্রায় দু’ মিটার উঁচু জলোচ্ছ্বাস দেখা দেয়।তবে ঐ জলোচ্ছ্বাসের কারণে কোনো ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার রাতের ঐ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো চীলের উত্তর পশ্চিমাঞ্চলবর্তী উপকূল রেখার প্রায় এক শো কিলোমিটার দূরের সাগর তলদেশে।ঐ ভূমিকম্পের তোড়ে ভূমিধস দেখা দেয়- সড়ক-মহাসড়কে প্রতিবন্ধক খাড়া হয় – বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয় ব্যাপক-বিস্তৃতভাবে।
প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলেট জরুরী অবস্থা ঘোষনা করেন- গভীর রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষনে সকলকে তিনি শান্ত থাকার পরমর্শ দেন।বলেন – জানমালের সূরক্ষার প্রয়োজনিয় বন্দোবস্ত করা হচ্ছে।
ভূমিকম্পের ক ঘন্টা পরেই ঐ সূনামীতোড়ে চীলের উপকূলভাবে প্রায় দু’ মিটার উঁচু জলোচ্ছ্বাস দেখা দেয়।তবে ঐ জলোচ্ছ্বাসের কারণে কোনো ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।