অ্যাকসেসিবিলিটি লিংক

চীনে গত কয়েক মাসের মধ্যে এক দিনে সর্বোচ্চ করোনা সংক্রমণের রেকর্ড


চীনের উহানের একটি কারখানার কর্মী করোনাভাইরাসের জন্য নিউক্লিক এসিড টেষ্ট করছেন। আগষ্ট ০৪, ২০২১।
চীনের উহানের একটি কারখানার কর্মী করোনাভাইরাসের জন্য নিউক্লিক এসিড টেষ্ট করছেন। আগষ্ট ০৪, ২০২১।

চীন বুধবার জানিয়েছে, দেশটিতে গণ পরীক্ষার মাধ্যমে অনেকের মধ্যে ডেল্টা ভেরিয়েন্ট সংক্রমণ পাওয়া গেছে। তারা বলছে, কয়েক মাসের মধ্যে এক দিনে সর্বোচ্চ সংখ্যক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা বড় বড় শহরগুলোতে ভ্রমনের বিষয়ে কর্তৃপক্ষকে কঠোর বিধিনিষেধ আরোপে বাধ্য করছে।

স্থানীয় সরকারগুলো পুরো শহরের মানুষকে পরীক্ষা করেছে এবং লাখ লাখ মানুষকে লকডাউন করে রেখেছে। স্থানীয় কর্তৃপক্ষ বুধবার ৭১ জন নতুন সংক্রমিত মানুষ খুঁজে পাওয়ায় কথা জানিয়েছে, যা জানুয়ারী থেকে বর্তমান সময়ের মধ্যে সবচেয়ে বেশী। কিন্তু কয়েক ডজন শহরে প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পরও সংক্রমণের এই সংখ্যা কম।

চীন এর আগে কভিড-১৯ নিয়ন্ত্রণ করে অর্থনীতি পুনরায় চালু ও স্বাভাবিক জীবনযাপন ফিরে যাবার সফলতা নিয়ে গর্ব করেছিল, যখন বিশ্বের বিভিন্ন অঞ্চল মহামারী নিয়ন্ত্রণ করতে সংগ্রাম করছিল এবং সেই মহামারীতে এ নাগাদ ৪ মিলিয়নের বেশি মানুষ মারা গেছেন।

( এএফপি )

XS
SM
MD
LG