অ্যাকসেসিবিলিটি লিংক

চীন পর পর এই নিয়ে দ্বিতীয় দিন তার মূদ্রার মূ্ল্যমান-পতন আটকায়নি-পড়তে দিয়েছে


চীন পর পর এই নিয়ে দ্বিতীয় দিন তার মূদ্রার মূ্ল্যমান-পতন আটকায়নি-পড়তে দিয়েছে,মঙ্গলবারের মতোই আশ্চর্য্য এক পদক্ষেপ নিয়েছে চীন আর এই পদক্ষেপে মুদ্রা বাজার প্রচন্ডভাবে নড়ে উঠেছে-চীনের প্রতিদ্বন্দী দেশগুলোর সঙ্গে সম্পর্কে এতে করে টানাপোড়েন সৃষ্টি হতে পারে।

বুধবার চীনের ইউয়ান মুদ্রার মূল্যমান কমেছে এক দশমিক ছয় শতাংশ মাত্রায়- একদিন আগেই যা পড়েছিলো প্রায় দু’ শতাংশ ছাঁটে। এক দশকে এতো পতন - একদিনে, আগে আর কখনো হয়নি।চীনের কেন্দ্রীয় ব্যাঙ্কই এ মূল্যমান নিয়ন্ত্রণ করে থাকে । তারা বলছে এটা সাময়িক একটা ব্যাপার ইউয়ান মুদ্রাকে বাজার বান্ধব করাই এর লক্ষ।

XS
SM
MD
LG