অ্যাকসেসিবিলিটি লিংক

ইউরোপীয় ইউনিয়ন ও চীন সমন্বিত বিনিয়োগ চুক্তি স্থগিত হোল 


বিনিয়োগ বিষয়ে, ইউরোপীয় ইউনিয়ন ও চীন সমন্বিত বিনিয়োগ চুক্তি সম্পাদনে, প্রায় ৭ বছর সময় লেগেছে এবং ২০২০ সালের ৩০ শে ডিসেম্বর চুক্তিটি স্বাক্ষরিত হয়I ইউরোপীয় ইউনিয়ন ও চীনের নেতারা যাকে যুগান্তকারী এক চুক্তি বলে উল্লেখ করেনI

তবে EU কমিশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট, ভালদিস ডোম বরোভকিস গত সপ্তাহে বলেন, পার্লামেন্টের আইনপ্রণেতাদের অনুমোদিত চুক্তিটি স্থগিত করা হয়েছেI দৃশ্যত জিনজিয়াং প্রদেশের উইঘুরস মুসলমানদের বিরুদ্ধে চীনের দমন নীতির কারণে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়I

পশ্চিমি কয়েকটি দেশসহ, যুক্তরাষ্ট্র, ইউঘুরসদের বিরুদ্ধে চীনের অভিযানকে গণহত্যা বলে আখ্যা দিয়েছেI ওয়াশিংটন পোস্ট, মার্চ মাসে বেইজিংয়ের কতিপয় কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে, যারা চুক্তির ব্যাপারে সংশয় প্রকাশ করেছেI এর কয়েকদিন পরেই ইউরোপীয় ইউনিয়ন, ৪ জনকর্মকর্তাকে লক্ষ্যবস্তু কোরে তাদের নিজেদের পদক্ষেপের কথা জানায়I

XS
SM
MD
LG