অ্যাকসেসিবিলিটি লিংক

আফ্রিকায় সামরিক উপস্থিতির পথে চীন 


A Chinese naval base and U.S. base Camp Lemonnier, in Djibouti
A Chinese naval base and U.S. base Camp Lemonnier, in Djibouti

চীন, আফ্রিকা মহাদেশে শুধু তাদের ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধিতে নিয়োজিত হয়নি, তারা সমগ্র আফ্রিকা জুড়ে এখন সামরিক নৌ ঘাঁটির নেটওয়ার্ক গড়তে মনোযোগী হয়েছেII 'ইউএস আফ্রিকা' কমান্ডের প্রধান, জেনারেল স্টিফেন টাউনসেন্ড বৃহস্পতিবার আইনপ্রণেতাদের জানান, আমাদের সবচাইতে বড় উদ্বেগ এখন, আফ্রিকা জুড়ে তাদের সামরিক তৎপরতাI

চীন সরকার, ২০১৭ সালে পূর্ব উপকূলীয় জিবুতির ডেলারেহতে প্রথম সামরিক ঘাঁটি স্থাপন করেI যুক্তরাষ্ট্র সামরিক কর্মকর্তরা এতে উদ্বেগ প্রকাশ করেন, কারণ চীনের সামরিক স্থাপনাটি যুক্তরাষ্ট্রের ক্যাম্প লেমনিইয়ের'র ঘাঁটির খুব কাছেই অবস্থিতI

কর্মকর্তারা জানান, বিগত ৩ বছরে তারা এই ঘাঁটিটির ক্ষমতাই শুধু বৃদ্ধি করেনি , আরো দক্ষিণে তানজানিয়া পর্যন্ত তাদের সামরিক উপস্থিতি বৃদ্ধির প্রয়াস নিয়েছেI

XS
SM
MD
LG