অ্যাকসেসিবিলিটি লিংক

চীন স্বীকার করেছে তিয়ানজিনে গুদামঘরে বিষাক্ত রাসায়নিক পদার্থ ছিল


Soldiers of the People's Liberation Army's anti-chemical warfare corps, wearing gas masks, examine a container at the site of last week's explosions at Binhai new district in Tianjin, China, Aug. 16, 2015.
Soldiers of the People's Liberation Army's anti-chemical warfare corps, wearing gas masks, examine a container at the site of last week's explosions at Binhai new district in Tianjin, China, Aug. 16, 2015.

চীন এখবরের সত্যতা স্বীকার করেছে যে বন্দর নগরী তিয়ানজিনে যে গুদামঘরগুলো ব্যাপক বিস্ফোরণে ধ্বংস হয় তাতে বিষাক্ত রাসায়নিক পদার্থ সোডিয়াম সায়ানাইড মজুদ ছিল।

People's Liberation Armyর বেজিং সামরিক অঞ্চলের chief of staff, Shi Luze রবিবার বলেন বিস্ফোরণের দুটি স্থানে গুদামঘরে ১০০ টনের বেশি মারাত্মক রাসায়নিক পদার্থ মজুদ রাখা ছিল।

উত্তরপূর্বাঞ্চলের ওই শহরের শিল্প এলাকায় যে মারাত্মক বিস্ফোরণ ও অগ্নীকান্ড ঘটে তার ৩ কিলোমিটারের মধ্যে লোকজনকে অপসারণে নির্দেশ দেয় চীনা কর্তৃপক্ষ।

চীনা কর্তৃপক্ষ বলেছে যে মৃতের সংখ্যা দাড়িয়েছে ১১২তে। চীনা বার্তা মাধ্যমে বলা হচ্ছে যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে আছেন প্রায় ২৪ জন অগ্নী নির্বাপক কর্মী। তিয়ানজিন শহরের এক মুখপাত্র বলেন উদ্ধারর্মীরা ৮৫ জন অগ্নী নির্বাপক কর্মী সহ ৯৫ জনের খোজ করছে।

XS
SM
MD
LG