অ্যাকসেসিবিলিটি লিংক

চীন বিস্ফোরণে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ জন


উত্তর-পূর্ব চীনের তিয়ানজীনের শিল্প এলাকায় ঘটা ভয়াবহ বিস্ফোরণের পর সম্ভাব্য রাসায়নিক দুষণ ছড়ানোর আশংকায় ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার পর্যন্ত এলাকার অধিবাসিদেরকে বাধ্যতামুলকভাবে সরিয়ে নিচ্ছে কতৃপক্ষ।

ঐ বিস্ফোরণে মৃতের সংখ্যা এ পর্যন্ত দাঁড়িয়েছে ৮৫ জনে। তিয়ানজীন কর্মকর্তারা জানান নিহতদের মধ্যে রয়েছেন ২১ জন ফায়ারফাইটার।

বেইজিং নিউজের খবরে বলা হয় ঘটনাস্থলের পূর্ব দিকে সোডিয়াম সায়ানাইড নামক বিষাক্ত পদার্থ শনাক্ত করা হয়েছে। সেখানে অরো কোনো বিপদজনক পদার্থ রয়েছে কি না তা পরীক্ষা করছেন, ২০০ সেনা নিউক্লিয়ার ও বায়োকেমিকেল বিশেষজ্ঞ।

ঘটনার প্রায় তিনদিন পর সেখানকার একটি কন্টেইনার থেকে ৫০ বছর বয়সী এক ব্যাক্তিকে উদ্ধার করা হয়েছে। বিস্ফরণে আহত কয়েশত মানুষ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

XS
SM
MD
LG