অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্য নিয়ে জাপানের প্রতিবাদ


দক্ষিণ চীন সাগরে চীনের নৌ-চলাচলের একচ্ছত্র দাবিকে যে সব দেশ চ্যালেঞ্জ করেছে, সেই তালিকায় এখন জাপানও যোগ দিয়েছে। জাপান গত মঙ্গলবার জাতিসংঘের কাছে এক পাতার একটি প্রতিবাদ পত্র দিয়েছে যাতে সেই অঞ্চলে নৌ ও বিমান চলাচলের স্বাধীনতাকে খর্ব করার চীনের প্রচেষ্টার নিন্দে জানানো হয়েছে। চীনের এই অবস্থান সম্পর্কে জাপানের এই প্রতিবাদ পত্র হচ্ছে জাতিসংঘকে জানানো সর্বসাম্প্রতিক প্রতিবাদ। এরই মধ্যে এ ব্যাপারে জাতিসংঘের কাছে যে সব দেশ প্রতিবাদ জানিয়েছে সে দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, মালায়েশিয়া, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ফিলিপিন্স এবং যুক্তরাষ্ট্র।

এই প্রতিবাদের অর্থ হচ্ছে যে, চীনের বাড়াবাড়ি ধরণের দাবি এবং তার আধিপত্যমূলক আচরণ, দক্ষিণ এশিয়া এবং তার বাইরেও ক্রমবর্ধমান সংখ্যায় দেশগুলোকে সতর্ক করে দিচ্ছে। জাপান তার ঐ পত্রে চীনের এই দাবি প্রত্যাখ্যান করছে যে, দক্ষিণ চীন সাগরে সংশ্লিষ্ট দ্বীপসমূহ এবং শৈলাঞ্চলের উপর চীনের সীমানা সমুদ্র বিষয়ক জাতিসংঘের এবং আন্তর্জাতিক আইন সমূহের পরিপন্থি নয়।

XS
SM
MD
LG