চীনের বার্তা মাধ্যমে বলা হচ্ছে সে দেশের দক্ষিণাঞ্চলের একটি শহরে বিশাল এক ভূমিধ্বসে ২২টি ভবন মাটির নিচে চাপা পড়ে। এর মধ্যে দুটি ভবনে কর্মীরা ছিল। ৫৯ ব্যক্তি নিখোঁজ। এর আগে বলা হয়েছিলো ৪১ জন নিখোঁজ।
সরকারি বার্তা সংস্থা শিনহুয়া বলেছে রবিবার সকালে গুয়াংডং প্রদেশে শেনজেনে ওই ভূমিধ্বস হয়। যারা প্রাণে বেচেছেন তাদের উদ্ধার করার জন্য সেখানে শত শত উদ্ধারকর্মী পাঠানো হয়েছে।
কর্মকর্তারা বলেন চার ব্যক্তিকে ধ্বংশস্তুপ থেকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে তিন জন সামান্য আঘাত পায়।
ভূমিধ্বসের আগে ওই এলাকা থেকে প্রায় ৯০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়।
কত জন প্রাণ হারিয়েছে শিনহুয়া সে বিষয়ে কোন তথ্য প্রকাশ করেনি।
কেন ভূমিধ্বস হয়েছে তার কারণ এখনও স্পষ্ট নয়। তবে ওই এলাকায় সম্প্রতি ব্যাপক নির্মান কাজ হয়েছে।