অ্যাকসেসিবিলিটি লিংক

চীন দক্ষিণ চীন সাগরে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র স্থাপন করেছে


চীন, বিতর্কিত দক্ষিণ চীন সাগরের যে চীন,দক্ষিণ চীন সাগরেরঅত্যাধুনিক ক্ষেপণাস্ত্র স্থাপন করেছেদ্বীপগুলো নিজেদের বলে দাবী করে তারি একটি দ্বীপে তারা ভূমি থেকে উৎক্ষেপণ যোগ্য অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র স্থাপন করেছে। ঐ পদক্ষেপের ফলে চীনে এবং প্রতিবেশী দেশগুলোতে উত্তেজনা বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে ।

তাইওয়ানের প্রতিরক্ষা-মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, চীনের প্যারাসিল দ্বীপপুঞ্জের উডি আইল্যান্ডে মিসাইল ব্যাটারি অর্থাৎ ক্ষপনাস্ত্রগুলো যে অংশে স্থাপন করা হয় তা প্রস্তুত অবস্থায় রেখেছে। অসামরিক উপগ্রহ কোম্পানির ধারণ করা চিত্রে দেখা গিয়েছে রবিবারদুটি ব্যাটারিতে মোট ৮টি ক্ষেপণাস্ত্র সংযোগ করা হয়েছে। আমেরিকার ফক্স নিউজচ্যানেলে প্রথম ঐ চিত্রগুলো প্রচারিত হয়েছে।
তবে বেইজিংএ চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ওয়াইবলেন

“ঐ সব চিত্রগুলো পশ্চিমা কিছু দেশের সংবাদ মাধ্যমের সৃষ্টি--- যা বাস্তবিক ক্ষেত্রে দক্ষিণ চীন সাগরে চীনের তৎপরতায় কোন প্রতিফলন পড়বে না”।

XS
SM
MD
LG