অ্যাকসেসিবিলিটি লিংক

চীনের প্রেসিডেণ্ট শি জিংপিংএর উত্তর কোরিয়া সফর


চীনের প্রেসিডেণ্ট শি জিংপিং শুক্রবার উত্তর কোরিয়ায় তাঁর দু’দিনের সফর শেষ করলেন।উত্তর কোরিয়া সফর কালে প্রেসিডেণ্ট শি দেশটিকে নতুন ভাবে অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া এবং যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে পারমানবিক চুক্তি সংক্রান্ত বৈঠকে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে তা অতিক্রম করে গঠন মূলক ভূমিকা নেওয়ার ক্ষেত্রে সাহায্যের আশ্বাস দিয়েছেন।

চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম শিনহুয়ার খবরে বলা হয়েছে বৃহস্পতিবার ভোজ সভায় শি বলেন, কিম জং উনের নেতৃত্বে উত্তর কোরিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রবর্তিত নতুন কৌশল গ্রহণ, দেশের মানুষের জীবন যাত্রার উন্নয়ন, দেশে সমাজতান্ত্রিক ধারণা উত্সাহিত করার নতুন জোয়ার এনে দিয়েছেন।

শি পারমানবিক বিষয়েও বক্তব্য রাখেন তিনি বলেন, সকল পক্ষই শান্তি আলোচনা চায় --- ঐ অঞ্চলে তথা সারা বিশ্বে শান্তির জন্য, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য সকলেই বৃহত্তর অবদান রাখতে চায়।

XS
SM
MD
LG