অ্যাকসেসিবিলিটি লিংক

চীনের মানবাধিকার আইনজীবী পু ঝিসিয়াং এর সমর্থকরা আদালতের বাইরে সমাবেশ করে


Chinese police scuffle with journalists at prominent Human Rights lawyer Pu Zhiqiang's trial in Beijing, Dec. 14, 2015. (Photo: B. Ide / VOA)
Chinese police scuffle with journalists at prominent Human Rights lawyer Pu Zhiqiang's trial in Beijing, Dec. 14, 2015. (Photo: B. Ide / VOA)

চীনের বিশিষ্ট আইনজীবী পু ঝিসিয়াং এর সমর্থকদের ছোট একটি দল, কর্তৃপক্ষের হয়রানি সত্বেও, সোমবার বেজিং এ আদালতের বাইরে সমাবেশ করে। কর্তৃপক্ষ সাংবাদিকদের হয়রানি করে এবং প্রতিবাদকারীদের এবং কূটনীতিকদের আদালতের বাইরে ধাক্কা দেয়।

বিতর্কিত বাক স্বাধীনতা বিচারে পু ঝিসিয়াং যদি দোষী সাব্যস্ত হন, তাহলে তিনি ৮ বছর পর্যন্ত কারাদন্ড পেতে পারেন। মানবাধিকার গ্রুপগুলো এবং পশ্চিমী শক্তিগুলো ওই বিচারের তীব্র সমালোচনা করে। ঝিসিয়াং এর অপরাধ সরকার ও কর্মকর্তাদের সমালোচনা করে সামাজিক মাধ্যমে মন্তব্য করা।

সোমবার তিন ঘন্টার বেশি সময় ধরে বিচার চলে।

এখনও এটা সুস্পষ্ট নয় কখন রায় ঘোষণা করা হবে।

XS
SM
MD
LG