অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্প প্রশাসন চীন থেকে আমদানি করা আরও হাজার হাজার পণ্যের উপর ১০ শতাংশ শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে


A woman and a child pass Chinese brands of flat screen TVs on display at a hypermarket in Beijing, July 11, 2018.
A woman and a child pass Chinese brands of flat screen TVs on display at a hypermarket in Beijing, July 11, 2018.

চীন থেকে আমদানি করা ২০ হাজার কোটি ডলার মূল্যের আরও হাজার হাজার পণ্যের উপর ট্রাম্প প্রশাসন যে ১০ শতাংশ শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে তাতে চীন ক্ষোভ প্রকাশ করেছে। বিশ্বের দুটি বৃহৎ অর্থনীতির মধ্যে ক্রমবর্ধিত বাণিজ্য যুদ্ধে এটা সর্ব সাম্প্রতিক পদক্ষেপ।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় ওই সিদ্ধান্তকে পুরোপুরি অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করে এবং বলেছে তারা এর পাল্টা জবাব দেবে।

যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত এই নতুন শুল্ক আরোপের আগে চীন থেকে আমদানি করা ৫ হাজার কোটি পণ্যের উপর দুই পর্বে শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটহাইজার বলেছেন ট্রাম্প প্রশাসন এর আগে চীনকে অন্যায্য বাণিজ্যচর্চা বন্ধ করার, তাদের বাজার উন্মুক্ত করার এবং প্রকৃত বাজার ভিত্তিক প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।

XS
SM
MD
LG