অ্যাকসেসিবিলিটি লিংক

চীনের বন্দর নগরী তিয়ানজীনে বাস্তুহারাদের বিক্ষোভ


চীনের বন্দর নগরী তিয়ানজীনে গত সপ্তাহে ব্যাপক বিস্ফোরণে সেখানকার শত শত নাগরিক যে বাস্তুচ্যুত হয়েছেন তারা সোমবার বিক্ষোভ করেন। বিস্ফোরণে ২১ জন অগ্নিনির্বাপক কর্মীসহ মৃতের সংখ্যা এখন ১১৪-তে দাঁড়িয়েছে।


কর্মকর্তারা যে হোটেলে সংবাদ সম্মেলন করছিলেন, তারি সমনে বিক্ষোভকারী সমবেত হয় এবং সরকারের কাছে বিস্ফোরণের কারণে যে ঘর বাড়ীর ব্যাপক ক্ষতি হয়েছে তার ক্ষতি পূরণ দাবী করে।


সান গুইফন জানান , বাড়ীর সবগুলো দরজা জানালা ভেঙ্গে গেছে, সব কিছু তচনচ হয়েছে। কেউ কেউ তাদের বাড়ীর ভেতরে ছবি তুলেছেন, তা দেখলে বুঝতে পারবেন কতটা ভাংচুর অবস্থার সৃষ্টি হয়েছে।


কর্তৃপক্ষ যে মারাত্মক ধরনের রাসায়নিক পদার্থ মজুদ করার গুদামে বিস্ফোরণ ঘটে সেখান থেকে লোকজনকে বাধ্যতা মূলকভাবে অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন।

XS
SM
MD
LG