অ্যাকসেসিবিলিটি লিংক

২০১৬ সালে চীনে ১কোটি ৭৮ লক্ষ ৬০ হাজার শিশুর জন্ম


চীন তাদের বিতর্কিত এক সন্তান নীতির অবসান ঘটানোর পর সে দেশে ২০১৬ সালে শিশু জন্ম সংখ্যা বেড়েছে। চীনের এখন এক সন্তানের পরিবর্তে দুটি সন্তান নেওয়ার অনুমতি দেয়।

গত বছর প্রায় যে ১৭দশমিক ৮৬ মিলিয়ন অর্থাৎ ১কোটি ৭৮ লক্ষ ৬০ হাজার শিশু জন্ম গ্রহণ করেছে তার বেশির ভাগই পরিবারের দ্বিতীয় সন্তান। তবে কর্তৃপক্ষ অবশ্য এত বেশি সংখ্যক শিশুর জন্ম আশা করেননি।

XS
SM
MD
LG