অ্যাকসেসিবিলিটি লিংক

থাইল্যান্ড থেকে বহিষ্কৃত উইগার জাতিগোষ্ঠির মানুষের চীনে প্রত্যাবর্তন


People being deported from Thailand are seen brought off an airplane by police at an unidentified location in China on July 9, 2015 in this still image taken from CCTV video aired on July 11, 2015. CCTV said they were mostly from the country's western, X
People being deported from Thailand are seen brought off an airplane by police at an unidentified location in China on July 9, 2015 in this still image taken from CCTV video aired on July 11, 2015. CCTV said they were mostly from the country's western, X

চীন বলেছে ১০৯জন উইগার জাতিগোষ্ঠির মানুষ যাদের গত সপ্তাহে থাইল্যান্ড থেকে বহিষ্কার করা হয় তারা তুরষ্ক সিরিয়া অথবা ইরাকে যাচ্ছিলো ইসলামপন্থী উগ্রবাদীদের সঙ্গে যোগ দেওযার জন্য।

বেজিং শনিবার ওই গ্রুপের প্রত্যাবর্তনের পক্ষে যুক্তি দেয়। এর আগে যুক্তরাষ্ট্র জাতিসংঘ এবং স্বতন্ত্র মানবাধিকার গ্রুপগুলো, বেজিং এর সমালোচনা করে এবং উইগারদের জন্য উদ্বেগ প্রকাশ করে যে তারা ফিরে যাওয়ার পর তাদের উপর নির্যাতন চালানো হতে পারে।

চীনা পররাষ্ট্র মন্ত্রনালয় আরও বলেছে তারা বহিষ্কার বিষয়ে সমালোচনার জন্য যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের কাছে অনুষ্ঠানিক ভাবে প্রতিবাদ জানিয়েছে ।

চীনের সরকারি সংবাদ সংস্থা Xinhua বলেছে ১০৯ জন প্রত্যাবর্তিত উইগারের মধ্যে ১৩জন, সন্ত্রাসী তৎপরতায় সংশ্লিষ্টতার অভিযোগের পর চীন থেকে পালিয়েছে।

XS
SM
MD
LG