যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী, এন্টোনি ব্লিঙ্কেন ও জাতীয় নিরাপত্তা পরামর্শদাতা, জেইক সুলিভান আগামী সপ্তাহে, প্রেসিডেন্ট বাইডেনের ক্ষমতা গ্রহণের পর, প্রথমবারের মত চীনের কর্মকর্তাদের সঙ্গে আলাস্কায় মিলিত হবেনI মার্চের ১৮ তারিখে আলাস্কার অঙ্করেজে চীনের বিদেশ বিভাগীয় কমিশনের পরিচালক, ইয়াং জেইচি এবং রাষ্ট্রীয় কাউন্সিলর ওয়াং ই, যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবেনI
এক সপ্তাহ আগে, প্রেসিডেনই বাইডেন, দুটি দেশের সম্পর্ককে সর্ববৃহৎ ভূ-রাজনৈতিক এক পরীক্ষা বলে উল্লেখ করেনI বহু দশকের মধ্যে দুটি দেশের সবচাইতে নিকৃষ্ট সম্পর্কের জন্য দায়ী, বাণিজ্য-বিরোধ, ৫জি প্রযুক্তি এবং মানবাধিকার ও আঞ্চলিক সমস্যাদিI