অ্যাকসেসিবিলিটি লিংক

বেজিংএ সর্ববৃহৎ সামরিক কুচকাওয়াজ


এ সপ্তাহে বেইজিংএ অনুষ্ঠিত সর্ববৃহৎ সামরিক কুচকাওয়াজে চীন সর্বাধুনিক সমরাস্ত্র প্রদর্শন করেছে। আর এসব অস্ত্রের বেশীর ভাগই মানুষ প্রথম দেখল।


কুচকাওয়াজে প্রদর্শিত অস্ত্রের মধ্যে ছিল দীর্ঘ, মধ্যম ও স্বল্প দূরত্বের মিসাইলসহ , সব দিকে চলতে সক্ষম ট্যাংক এবং দু'শোটি যুদ্ধ বিমান। চীনের সরকার বলছে, এসব সমরাস্ত্র দেশীয় প্রযুক্তিতে তৈরী করা হয়েছে। যা থেকে বোঝা যায় দেশটি সামরিক শিল্পের সক্ষমতার দিক থেকে সফল। এবং ২০১৫ সালে সামরিক বাহিনীর জন্য আনুমানিক ১৪৫ বিলিয়ন ডলার খরচ করা হয়েছে।


সিঙ্গাপুর ভিত্তিক Institute of Defense and Strategic Studies এর শীর্ষ গবেষক Michael Raska, কুচকাওয়াজটিকে বুদ্ধি-ভিত্তিক সম্পত্তি চুরির একটি বাজার বলে মন্তব্য করেছেন। Raska বলেন, সন্দেহজনক পদ্ধতিতে বিভিন্ন যন্ত্রের উপাদান ও নকশা যে অন্য দেশ থেকে নেয়া হয়েছে, তা চিহ্নিত করা সম্ভব।

XS
SM
MD
LG