অ্যাকসেসিবিলিটি লিংক

বর্ণিল সাজে চট্টগ্রামের চিড়িয়াখানা


বর্ণিল সাজে চট্টগ্রামের চিড়িয়াখানা
please wait

No media source currently available

0:00 0:02:29 0:00

চিড়িয়াখানাকে  আরো সম্প্রসারনের কথা জানান জেলা প্রশাসন কর্মকর্তা তৌহিদুল ইসলাম। চিড়িয়াখানায় থাকা পক্ষীশালাটিও সাজানো হয়েছে নতুন সাজে।


ঈদের টানা ছুটিতে বিনোদন প্রেমীদের আকৃষ্ট করতে বর্ণিল সাজে সাজানো হচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানাকে। দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে চিড়িয়াখানার আঁকা হয়েছে দেয়ালচিত্র। বর্ণিল সাজে সাজানো হয়েছে রয়েল বেঙ্গল টাইগারসহ বিভিন্ন পশু পাখির খাঁচা। আকর্ষন বাড়াতে

চিড়িয়াখানাকে আরো সম্প্রসারনের কথা জানান জেলা প্রশাসন কর্মকর্তা তৌহিদুল ইসলাম।
চিড়িয়াখানায় থাকা পক্ষীশালাটিও সাজানো হয়েছে নতুন সাজে। দেশী প্রজাতির পাশাপাশি লাভ বার্ড, লাফিং ডাভ, ফিজেন্ট, রিং নেড পেরোট, কোকাটেইল এবং ম্যাকাও মত বিদেশ পাখির ঠাঁই মিলেছে এই চিড়িয়াখানায়।

প্রকৃতির সাথে তাল মিলিয়ে চিড়িয়াখানাটিকে পাখির অভয়ারণ্য হিসাবে গড়ে তোলার কথা জানিয়েছে জেলা প্রশাসন।
দেশে প্রথম জন্ম নেয়া বিরল প্রজাতির সাদা বাঘ আর বিভিন্ন প্রজাতির পশু-পাখি দর্শনীর্থিদের মুগদ্ধ করে তুলেছে। জেব্রা, সিংহ, বানর, ভাল্লুকসহ বিভিন্ন প্রজাতীর পশু-পাখির পাশাপাশি বিরল প্রজাতীর পশু পাখি সংরক্ষনের দাবি দর্শনার্থীদের।
XS
SM
MD
LG