প্রবাসে একটি বাংলাদেশী-অ্যামেরিকান পরিবারের বড়দিন কেমন কাটে? সে কথাই জানতে চেয়েছিলাম যুক্তরাষ্ট্রে দুই দশকের বেশি সময় ধরে বসবাসরত এ্যন্থনী পিউস গমেজের কাছে। তিনি একজন আইটি প্রফেশনাল। তিনি বললেন, দীর্ঘ প্রতিক্ষীত এই দিনের জন্য আয়োজন শুরু হয়ে যায় আগে থেকেই। রান্না করা হয় মজাদার সব খাবার, পিঠা আর কেক। সবার জন্য কেনা হয় উপহার। পরিবারের সবাই একত্রিত হয়ে যীশুর কথা স্মরণ করেন, যিনি মানুষকে ভালবেসে শান্তি, প্রেম আর সেবার কথা বলে গেছেন। সাক্ষাৎকারটি নিয়েছেন আহসানুল হক।
বিস্তারিত শুনতে নিচে প্লে বাটনে ক্লিক করুন।