অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সৈন্য থাকার সিদ্ধান্তে বিলম্ব করা উচিৎ নয়: হেগেল


যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী চাক হেগেল বলছেন যে যুক্তরাষ্ট্রের কিছু সৈন্যকে ২০১৪ সালের পর আফগানিস্তানে থাকতে দেওয়া হবে কী না সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ বিলম্বিত করা আফগানিস্তানের উচিৎ নয়।

পোল্যান্ড যাবার পথে বিমানে আজ হেগেল , সংবাদদাতাদের সঙ্গে কথা বলছিলেন। সেখানে তিনি আফগানিস্তান সহ নিরাপত্তা বিষয় নিয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তিনি বলেন যে দ্বিপাক্ষিক চুক্তি সই করতে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই যে বিলম্ব করছেন , তা কোন এক সময়ে সমস্যা সৃষ্টি করতে পারে। কারণ এ ব্যাপারে ভবিষ্যতের জন্যে যুক্তরাষ্ট্রকে পরিকল্পনা ও বাজেট তৈরি করতে হবে।

তবে তিনি বলেন যে তিনি এ ব্যাপারে সিদ্ধান্তের বিষয়ে মি কারজাইয়ের অধিকারকে সম্মান করেন। তিনি বলেন আফগান সিদ্ধান্তের উপর প্র্রভাব বিস্তার করার ক্ষমতা যুক্তরাষ্ট্রের খুব সামান্যই।

আফগানিস্তান এই চুক্তি সই করা বিলম্ব করছে অংশত এ কারণে যে ২০১৪ সালের পর যুক্তরাষ্ট্রের সৈন্যরা কোন আইনের আওতায় জবাবদিহি করবে।
XS
SM
MD
LG