সাতটি মুসলমান প্রধান দেশের মানুষদের যুক্তরাষ্ট্রে আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা বিষয়ক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কর্তৃক স্বাক্ষরিত আদেশের ওপর এক নিম্ন আদালতের সাময়িক নিষেধাজ্ঞা সান ফ্রান্সিসকো নাইনথ সার্কিট আদালতে গৃহীত হয়েছে। ওই নিষেধাজ্ঞা বলবৎ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
তিনজন বিচারকের প্যানেল মৌখিক যুক্তি শুনে বৃহস্পতিবার এই রায় জারি করেন। সুপ্রিম কোর্ট এ ব্যাপারে পরে চুড়ান্ত সিদ্ধান্ত দেবেন।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জেমস রবার্ট প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন। প্রেসিডেন্ট ট্রাম্প তার জবাবে টুইটার বার্তায় জেমস রবার্ট সম্পর্কে ‘তথাকথিত বিচারক’ বলে মন্তব্য করেন।