অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানের লাহোরে নিষিদ্ধ ঘোষিত ইসলামী পার্টি ও পুলিশে মধ্যে সংঘর্ষ, দুজন নিহত 


রবিবার, পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর, লাহোরে সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত ইসলামী দল, 'তেহরিকে লাব্বাইক পাকিস্তান'(TLP) মহানবী(স) সম্পর্কিত ফরাসি প্রেসিডেন্টের মন্তব্য ঘিরে, ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ চলাকালে পুলিশে সঙ্গে সংঘর্ষে দুজনের মৃত্যু হয়I

পুলিশ সূত্রে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত দলটি, পুলিশ স্টেশনে হামলা, পুলিশ সদস্য ও রেঞ্জার, আধাসামরিক অফিসারদের ঘিরে ফেলা, উর্ধতন একজন পুলিশ অফিসারকে অপহরণ এবং একটি তেলভর্তি তেলের ট্রাক চুরি করলে, পাঞ্জাব প্রদেশের পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ কোরেI

টুইটার মারফত পাঞ্জাব পুলিশে কর্মকর্তা জানান, দুষ্কৃতিকারীরা সশস্ত্র হয়ে রেঞ্জার, পুলিশ সদস্যদের পেট্রল বোমা দিয়ে হামলা চালায়I

XS
SM
MD
LG