আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় ছিল “পরিবেশ পরিচ্ছন্নতা এবং পৌর কর্তৃপক্ষের দায়িত্ব।”
আজকের মিডিয়া ফ্রেন্ডলি যুগে লক্ষ কোটি মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে বাংলা নিউজ টোয়েন্টি ফোরের একটি ক্যাপশন। আর ক্যাপশনটি হচ্ছে “বৃষ্টির পানি আর পশুর রক্তে ঢাকা শহরের রাস্তা এখন লাল পানির নীচে।” ঐ খবরটি সোশ্যাল মিডিয়ায়এভাবেএসেছে “ফেসবুকে রক্তাক্ত ঢাকা।”তবে, বড় বড় শহরেরপরিচ্ছন্নতা ও পরিবেশ নিয়ে প্রশ্ন রয়েছে অনেক যার মধ্যে অন্যতম জলাবদ্ধতা এবং আবর্জনা নিষ্কাশন। এইসব বিষয়েকে ঘিরেই ছিল আমাদেরআজকের হ্যালো ওয়াশিংটনের ।
অনুষ্ঠানে আমাদের সংগে যোগ দেন ঢাকা এবং কলকাতা থেকে ৩’জন বিশেষ অতিথি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের সাবেক অধ্যাপক এবং সেন্টার ফর আরবান স্টাডিজের প্রেসিডেন্ট অধ্যাপক নজরুল ইসলাম।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাইদ খোকন। এবং কলকাতা থেকে যোগ দিয়েছেন পরিবেশবাদী এবং পরিবেশ কর্মী সুভাষ দত্ত।
আর সেই সংগে যোগ দিয়েছেন অসংখ্য শ্রোতা বন্ধু।
পুরো অনুষ্ঠানটি অডিওতে শুনুন