অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ঐক্যমত হয়েছে


İngiltere'de at yarışlarında at maketli çapka giymiş kadın.
İngiltere'de at yarışlarında at maketli çapka giymiş kadın.

পেরুতে অনেক রাত অবধি আলোচনার পর জাতিসংঘের জলবায়ু সম্মেলনে আলোচকরা রবিবার একটি চুক্তিতে রাজি হয়েছে। এ চুক্তি অনুযায়ী, সব দেশের সরকারই আগামী বছর ৩১ মার্চের মধ্যে গ্রিন হাউজ গ্যাস নির্গমণের রাশ টেনে ধরার জাতীয় পরিকল্পনা পেশ করবে প্যারিস সম্মেলনে।

লিমা চুক্তি অনুমোদিত হওয়ার আগে বেশ কয়েকটি খসড়া চুক্তি বাতিল হয়ে যায়। খসড়া চুক্তিগুলো উন্নয়নশীল দেশগুলো প্রত্যখ্যান করে। তারা অভিযোগ করে যে বিত্তশীল দেশগুলো জলবায়ু পরিবর্তন মোকাবেলায়, তাদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছে।

XS
SM
MD
LG