অ্যাকসেসিবিলিটি লিংক

জলবায়ু নীতিতে পুরোপুরি পরিবর্তন আনবেন জো বাইডেন 


যুক্তরাষ্ট্রের নির্বাচিত পরবর্তী প্রেসিডেন্ট, জো বাইডেন তাঁর মেয়াদ শুরু করার যখন প্রস্তুতি নিচ্ছেন, বিশেষজ্ঞদের ধারণা, তিনি বিদায়ী প্রেসিডেন্ট, ট্রাম্পের জলবায়ুনীতিতে পুরোপুরি এক পরিবর্বতন সূচনা করবেনI

জো বাইডেন, তাঁর আসন্ন প্রশাসনে জলবায়ু সমস্যাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে চলেছেন এবং সেই লক্ষ্যে জলবায়ু সম্পর্কিত নুতন একটি দপ্তর খোলার সিদ্ধান্ত নিয়েছেনI তিনি অবিলম্বে ২০১৫ সালে স্বাক্ষরিত প্যারিস চুক্তিতে পুনরায় যোগ দেবার ইচ্ছা ব্যক্ত করেছেনI

বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প জলবায়ু পরিবর্তনকে "ধাপ্পাবাজি" বলে ব্যঙ্গ করতেন এবং সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেনI জলবায়ু পরিবর্তনকে অগ্রাধিকার ও গুরুত্ব দিতে, তিনি তাঁর পুরোনো সহযোগী ও প্রাক্তন প্রেসিডেন্ট পদপ্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী, জন কেরিকে জলবায়ু সংক্রান্ত বিশেষ দূত হিসাবে মনোনীত করেছেনI

XS
SM
MD
LG