অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ওবামা কার্বন নির্গমন হ্রাস করার পরিকল্পনা উন্মোচন করবেন


A new landscape of lakes, scree slopes, hills and large boulders is revealed after a glacier retreats. Glaciers in Iceland—and throughout the Arctic—are vanishing due to a rapidly warming climate. 9Feo Pitcairn Fine Art)
A new landscape of lakes, scree slopes, hills and large boulders is revealed after a glacier retreats. Glaciers in Iceland—and throughout the Arctic—are vanishing due to a rapidly warming climate. 9Feo Pitcairn Fine Art)

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আজ সোমবার কার্বন দূষণ হ্রাস করার লক্ষ্যে নতুন নিয়মবিধি উন্মোচন করবেন। দেশের বিদ্যুৎ প্রকল্প থেকে ওই কার্বন দূষণ সৃষ্টি হয়।

মি ওবামার ক্লিন পাওয়ার প্ল্যান কয়লা চালিত বিদ্যুৎ এর উপর নির্ভরশীলতা কমাবে এবং পুনরব্যবহারযোগ্য জ্বালানির দিকে দেশকে এগিয়ে নেবে।

লক্ষ্য হচ্ছে বিদ্যুৎ স্থাপনাগুলো ২০৩০ সালের মধ্যে কার্বন নির্গমন ২০০৫ সালের চাইতে ৩২ শতাংশ কমাবে। রাজ্যগুলোর দায়িত্ব থাকবে লক্ষ্য অর্জনের জন্য তাদের পরিকল্পনা তৈরি করা। ২০২২ সালে ওই সব পরিকল্পনা কার্যকর হবে।

গত বছর মি ওবামার এই সব নিয়মবিধির একটা প্রাথমিক সংস্করণ প্রকাশ করেন।

XS
SM
MD
LG