অ্যাকসেসিবিলিটি লিংক

বৈশ্বিক উষ্নায়ন ও জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় কি হতে যাচ্ছে?


প্যারিসের জলবায়ু সম্মেলনে প্রায় দু’ সপ্তাহের জোর আলোচনা-বিতর্ক, দর কষাকষির পর আজ শনিবার সমাপ্তী অধিবেশনে এক শ’ ৯০ দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে সর্ব সম্মত যে ঐকমত্যের খসড়া অনুমোদিত হচ্ছে তাতে মোটা দাগে বৈশ্বিক উষ্নায়ন দু’ ডিগ্রি সেলসিয়াসে ধরে রাখা এবং বিকাশমুখি, দেশগুলোকে ক্ষতি মোকাবেলায় সাহায্যের জন্যে বাৎসরিক অন্যুন দশ হাজার কোটি ডলার অর্থ প্রদানের বিধান ছাড়া আর কি কি সহমত প্রতিষ্ঠা হলো; এই প্রশ্নে কথা বললেন অর্থনীতিবিত খলিকুজ্জামান:

সরাসরি লিংক

XS
SM
MD
LG